খুলনায় ভারতীয় কাপড় আটক

মোংলা-খুলনা মহাসড়কের রূপসা খান জাহান আলী ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে জব্দ করা ভারতীয় শাড়ি কাপড়সহ কোস্ট গার্ড সদস্যরা। ছবি : এনটিভি
মোংলা-খুলনা মহাসড়কের রূপসা খান জাহান আলী ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় আটক করেছে মোংলা কোস্ট গার্ড।
মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা সোমবার গভীর রাতে মহাসড়কের রূপসা খান জাহান আলী ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহবশত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৭২১ পিস ভারতীয় শাড়ি জব্দ করে কোস্ট গার্ড। জব্দ করা শাড়ি মংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে।
ঈদকে সামনে রেখে অবৈধ ভারতীয় কাপড়ের চোরাচালানি বেড়ে যাওয়ায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় কোস্ট গার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের অপারেশন কর্মকর্তা এম ফরিদুজ্জামান খান।