‘আমরা সন্দ্বীপবাসী’র সংবাদ সম্মেলন
সমুদ্রপথে নিরাপদ যোগাযোগব্যবস্থার দাবি

চট্টগ্রাম প্রেসক্লাবে আজ সংবাদ সম্মেলন করে ‘আমরা সন্দ্বীপবাসী’। ছবি : এনটিভি
সাগরপথে নিরাপদ ও সুষ্ঠু যোগাযোগব্যবস্থার দাবি জানিয়েছে ‘আমরা সন্দ্বীপবাসী’ নামে একটি সংগঠন।
আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আমরা সন্দ্বীপবাসীর পক্ষ থেকে ১১ দফা দাবি জানানো হয়।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ডা. মো. রফিকুল মাওলা। তিনি বলেন, সন্দ্বীপের সাড়ে চার লাখ বাসিন্দা ঝুঁকি নিয়ে চট্টগ্রামের সঙ্গে যাতায়াত করে থাকে। এর ওপর অবৈধ নৌযান মালিকরা ইচ্ছামতো মালামাল ও ভাড়া আদায় করে থাকে। এগুলোর প্রতিকার করতে হবে।
সাংবাদ সম্মেলনে বক্তারা সদরঘাট ও কুমিরাঘাট থেকে প্রতিদিন দুটি করে স্টিমার চালুর পাশাপাশি ঝুঁকিপূর্ণ নৌযান বন্ধ ও মালবাহী বোটে যাত্রী না ওঠানোর দাবি জানান।