চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় আগুন

ছবি : এনটিভি
চট্টগ্রামে রপ্তানিজাতকরণ এলাকায় (ইপিজেড) একটি তৈরি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার রাত ৯টার দিকে সাত নম্বর সেক্টরে জি এফ টেক্সটাইল নামের একটি তোয়ালে কারখানায় এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম নেওয়াজ বিষয়টি জানিয়েছেন।
এসআই জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট থেকে ১১টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় শ্রমিকদের পালা পরিবর্তন হচ্ছিল বলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে কারখানাটির মালামাল ও যন্ত্রপাতির ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।