চট্টগ্রামে বেতন- বোনাসের দাবিতে মোটরযান শ্রমিকদের মানববন্ধন

সরকার-ঘোষিত সময়ে বেতন ও বোনাসের দাবিতে চট্টগ্রামের হালকা মোটরযান শ্রমিকরা মানববন্ধন করেছে। ছবি : এনটিভি
সরকার ঘোষিত সময়ে বেতন ও বোনাস প্রদানের দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামের হালকা মোটরযান শ্রমিকরা।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নূর মোহাম্মদ ইলিয়াছ ও কাজল ইসলাম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রমজান মাস এলেই এক শ্রেণির নিয়োগদাতা ঈদ বোনাস না দেওয়ার জন্য শ্রমিকদের তাড়াতে জোর-জুলুম শুরু করেন। অপরদিকে নেমে আসে পুলিশের চাঁদাবাজিসহ রিকুইজিশন বাণিজ্য।
মানববন্ধন থেকে শ্রমিকরা নির্দিষ্ট সময়ে বেতন-বোনাস পরিশোধ ও পুলিশি হয়রানির দাবি জানিয়েছেন।