প্রয়াত রণজিৎ বিশ্বাসের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা

প্রয়াত সংস্কৃতিসচিব ও বিশিষ্ট লেখক রণজিৎ বিশ্বাসকে শেষবারের শ্রদ্ধা জানালেন সংস্কৃতিকর্মী, সংগঠকসহ সর্বস্তরের মানুষ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশবাহী গাড়ি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নিয়ে আসা হয়। এ সময় বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা তাঁকে ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় রণজিৎ বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, রণজিৎ বিশ্বাসের স্ত্রী শেলী বিশ্বাস, সাংবাদিক নেতা শহীদ উল আলম, কলিম সরওয়ার, রিয়াজ হায়দার।
শেলী বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, রণজিৎ বিশ্বাসের সঠিক মূল্যায়ন হয়নি।
রণজিৎ বিশ্বাসের মরদেহে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), চট্টগ্রাম প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রবর্তক সংঘ, গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন।
এতে আরো শ্রদ্ধা জানাতে আসেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সদস্য আসিফ সিরাজ, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, কবি আনন্দমোহন রক্ষিত, ওমর কায়সার।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে মারা যান সাবেক সচিব রণজিৎ বিশ্বাস।
আগামী রোববার কানাডাপ্রবাসী মেয়ে দেশে ফিরলে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে রণজিৎ বিশ্বাসের শেষকৃত্য হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।