খুলনা কারাগারের নিরাপত্তা জোরদার

খুলনা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : এনটিভি
কারাগারগুলোতে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা কারাগারেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রেড অ্যালার্ট জারির পর থেকে বন্দিদের সাক্ষাৎ প্রার্থীদের কয়েক দফা তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে ।
জানতে চাইলে জেলার মো. জান্নাতুল ফরহাদ বলেন, খুলনা কারাগারে বর্তমানে এক হাজার ৩০৪ জন বন্দি রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, খুলনা জেলা কারাগারে কোনো ভিআইপি মর্যাদার বন্দি নেই। ব্রিটিশ আমলে নির্মিত জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৬৫০ জনের মতো।