মোংলায় নসিমনের ধাক্কায় শিশু নিহত

মোংলায় নসিমনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারিয়া আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকেলে মিঠাখালীর সাহেবের মাঠ এলাকায় একটি নসিমন রাস্তার পাশে সরিয়ে রাখার সময় শিশু মারিয়ার মাথায় আঘাত লাগে। এ সময় শিশুটি রাস্তার পাশে বসে খেলছিল। চালক মারিয়াকে না দেখে নসিমন সরিয়ে রাখতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। এতে নসিমনের সঙ্গে মাথায় আঘাত পেয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
নিহত মারিয়া সাহেবের মাঠ গ্রামের নূর ফকিরের মেয়ে।
মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মনজুর এলাহী বলেন, নসিমনের লোহার প্লেটের সঙ্গে মাথায় আঘাত লেগে শিশুটি মারা গেছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।