লোকালয়ে এসে ধরা পড়ল বিরল প্রাণী

শেরপুরের শ্রীবরদী উপজেলায় লোকালয়ে এসে একটি বিরল প্রাণী গ্রামবাসীর হাতে আটক হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বালুঘাট এলাকাবাসীর নজরে আসে প্রাণীটি। পরে তারা নিজেরাই উদ্যোগী হয়ে প্রাণীটি আটক করে প্রশাসনকে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুঘাট এলাকার মাওলানা সাইফুল ইসলামের বাড়ির পাশের জঙ্গলে প্রাণীটি দেখতে পান কয়েকজন। পরে এলাকার লোকজন মিলে ঘেরাও দিয়ে প্রাণীটি ধরে ফেলেন।
ঘটনাস্থলে উপস্থিত দৈনিক ভোরের কাগজের শ্রীবরদী প্রতিনিধি ফেরদৌস আলী জানান, প্রাণীটি পূর্ণবয়স্ক না হওয়ায় সহজেই এলাকার লোকজন ঘেরাও করে ধরতে সক্ষম হয়। বর্তমানে সেটি মাওলানা সাইফুল ইসলামের বাড়িতে রয়েছে। মুখে সামান্য আঘাত পেয়েছে বলে মনে হয়েছে।
এ বিষয়ে রাজনৈতিক প্রতিবেশ গবেষক ও বেসরকারি সংস্থা (এনজিও) সেডের গবেষণা সহযোগী তানিম আশরাফ বলেন, প্রাণীটির নাম স্মল ইন্ডিয়ান সিভেট। এটি এক ধরনের খাটাশ বা গন্ধগোকুল।
শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম এনটিভি অনলাইনকে বলেন, প্রাণীটির বিষয়ে বন বিভাগকে জানানো হয়েছে। প্রাণীটি যদি সুস্থ থাকে, তাহলে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে গিয়ে অবমুক্ত করা হবে।