ভ্রাম্যমাণ আদালত পেল ময়দার তৈরি মেডিসিন

বন্দরনগরী চট্টগ্রামের ওষুধের সবচেয়ে বড় বাজার হাজারীগলিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ময়দা আর আটা দিয়ে তৈরি ওষুধও পাওয়া যায়।
অভিযানে বিক্রিয় নিষিদ্ধ সরকারি ওষুধ, মেয়াদ উত্তীর্ণ, নকল, ভেজাল ও মানহীন ওষুধ বিক্রির কারণে ১৮টি প্রতিষ্ঠানকে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে এ অভিযান শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানের পর সুযোগ বুঝে অনেক ব্যবসায়ীই দোকান বন্ধ করে চলে যান।
র্যাবের নির্বাহী হাকিম সরওয়ার আলম বলেন, অভিযানের আমরা এমন ওষুধও পেয়েছি যা ময়দা ও আটা দিয়ে তৈরি।
ভ্রাম্যমাণ আদালত ওষুধের দোকান মালিকদের জরিমানা করা, ওষুধ জব্দ করা ছাড়াও তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন। এ ছাড়া দুজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী হাকিম।