শিল্পীকে বাঁচাতে এগিয়ে আসুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম তালবাড়িয়ার শিল্পী গোস্বামী (৩৭)। চট্টগ্রাম শহরে থাকেন বাবার সঙ্গে। সামান্য বেতনে করেন চাকরি। এই অভাবের সংসারে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ব্রেইন টিউমার। এতে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিল্পী।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন টিউমারে আক্রান্ত শিল্পীকে বিদেশ নিয়ে অস্ত্রোপচার করাতে হবে। আর এ জন্য ১০ লাখ টাকার দরকার হবে।
এই বিপুল অর্থ জোগাড় করা শিল্পীর পরিবারের একার পক্ষে সম্ভব নয়। তাই তাঁকে বাঁচাতে সমাজের বিত্তবান লোকদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা : শিল্পী গোস্বামী, ডাচ্-বাংলা ব্যাংক, ইপিজেড শাখা, হিসাব নম্বর-১৮৮১০৩০৪১০২১২। বিকাশ নম্বর-০১৮১৬৩৪৬০৮৩। যোগাযোগ : রাজন-০১৮১৬৩৪৪৮১৪।