চট্টগ্রামে মার্কেটে আগুন, ধোঁয়ায় একজনের মৃত্যু

চট্টগ্রামের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজায় লাগা আগুনে হাসান নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিচালক জসিম উদ্দিন জানান, আগুনের ঘটনায় ধোঁয়ায় এক যুবক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পাশের এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে তাঁর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা নিউটন জানান, সকালে মার্কেটটির তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। এর কিছুক্ষণের মধ্যে আগ্রাবাদ, নন্দনকানন ও খুলশী ইউনিটের পাঁচটি গাড়ি গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
দোকান মালিকরা জানান, মার্কেটের তিনতলায় ৩০টি দোকানে অভিজাত ক্রেতাদের ঈদ পোশাক সেলাই চলছিল। এর বেশির ভাগ কাপড় পুড়ে অথবা নষ্ট হয়ে যেতে পারে।