সিরাজগঞ্জে ৩৩ হাজার ইয়াবাসহ আটক ৭

সিরাজগঞ্জে ৩৩ হাজার ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করার দাবি করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পশ্চিম বেলকুচি গ্রামের আবদুল মজিদ ওরফে ইয়াবা মজিদ (৫০), পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ারসাহাপুর গ্রামের বিপ্লব হোসেন, একই উপজেলার মুলাডুলি গ্রামের শহিদুল ইসলাম (৪২), টাঙ্গাইল সদর উপজেলার বেলতা গ্রামের সোলাইমান আলী ওরফে শংকর, একই এলাকার রাঙ্গাচিড়া গ্রামের ইব্রাহিম হোসেন (২০), একই গ্রামের আবদুল করিমের ছেলে নাজমুল হুদা (১৮) ও মগড়া গ্রামের হারুন আলীর ছেলে রুবেল হোসেন।
আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১২।
এর আগে সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব ১২-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহাবউদ্দিন খান জানান, কড্ডার মোড় এলাকায় একটি আবাসিক হোটেলে ইয়াবা কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে ৩৩ হাজার ইয়াবা, এক লাখ ২৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, রাজশাহীসহ উত্তরাঞ্চলে ইয়াবার ব্যবসা করে আসছিলেন।