খুলনায় চলছে রাষ্ট্রীয় শোক

গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে খুলনায়। ছবি : এনটিভি
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে দুই দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে খুলনায়।
শোকের প্রথম দিন আজ রোববার বিভাগের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
জেলা কালেক্টরেট ভবন, সিটি করপোরেশন ভবন, জেলা পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সকাল থেকেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। তারা রেস্তোরাঁয় ঢুকে ২০ জনকে হত্যা করে। পরদিন শনিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে হামলাকারী ছয় সন্ত্রাসীকে হত্যা করা হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে।
এর আগে শুক্রবার রাতে অভিযানের সময় সন্ত্রাসীদের বোমায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। তাঁরাসহ এ হামলার পর মোট ২৮ জন নিহত হয়।