বাগেরহাটে কাপড়ের বাজারে আগুন, নিহত ১

বাগেরহাটের মোরেলগঞ্জ সদরের কাপড়পট্টিতে আগুন লেগে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ে ওই বাজারের সাতটি দোকান আগুনে পুড়ে প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
আজ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, ভোর রাতে বাজারের কাপড়পট্টি অংশে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয়রা। তবে এরই মধ্যে সালাম ক্লথ স্টোর, রিপন ক্লথ স্টোর, আউয়াল ব্যাপারীর পাইকারি কাপড়ের দোকান, সানমুন গার্মেন্টস, মোহনা গার্মেন্টসসহ মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে যায়। এ সময় এক ব্যক্তিও পুড়ে নিহত হন। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা স্বপন কুমার ভক্ত জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে বলে তিনি জানান। ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।