খুলনায় ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

বিভাগীয় শহর খুলনায় ঈদুল ফিতরের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে খুলনা টাউন জামে মসজিদে।
আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় ও ১০টায় পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। আর কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান ও নিউমার্কেটে অবস্থিত বায়তুন নূর মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতের জন্য খুলনা সার্কিট হাউস ময়দানে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। মাঠজুড়ে শামিয়ানা টাঙানো হয়েছে।
খুলনা-২ আসনের সাংসদ আলহাজ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ আজ বুধবার বাদ জোহর ঈদগাহ পরিদর্শন করবেন।
খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে করপোরেশন কর্তৃপক্ষের সহায়তা ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসি মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় নির্ধারণ সাপেক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।