‘সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ শান্তিপূর্ণভাবে এ দেশে একত্রে বসবাস করছে। তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর।’
আজ বুধবার বিকেলে খুলনা ডুমুরিয়া রংপুর কালীবাড়ী মাতৃমন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন নারায়ণ চন্দ্র চন্দ। রংপুর কালীবাটী ইউনাইটেড ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। তাই এ দেশের সব শ্রেণি ও পেশার মানুষ এক সাথে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। তাঁর স্বপ্ন ছিল এ দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বা¯তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।
রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পদক সরদার আবু সালেহ, আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম এবং রংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৌমিত্র বিশ্বাস প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী ডুমুরিয়া দাসপাড়া রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।