চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিভাগীয় শহরটিতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ জাতীয় ঈদগাহ ময়দানে।
সকাল সাড়ে ৮টার দিকে ঈদের জামায়াতে ইমামতি করেন খতিব আলহাজ মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।
নামাজে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ ছাড়া পাহাড়তলীর কাট্টলি মসজিদে নামাজ আদায় করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে দেশের শান্তি, অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। পরে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একে অপরকে জড়িয়ে কোলাকুলি করেন।
ধনী-দরিদ্র সবাইকে ঈদুল ফিতরের আনন্দ সমানভাবে উপভোগ করার আহ্বান জানান সিটি মেয়র।
খুশির ঈদ হলেও মানুষের মনে খুশি নেই উল্লেখ করে দেশে বিরাজমান সমস্যা সমাধানে দলীয় স্বার্থের বাইরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান।