সাংবাদিক গৌরাঙ্গ নন্দী হৃদরোগে আক্রান্ত

খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক, কালের কণ্ঠের খুলনা ব্যুরোপ্রধান সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভর্তি করার নির্দেশ দেন।
করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে কয়েক দিন বিশ্রাম ও চিকিৎসাধীন থাকতে হবে।
চিকিৎসকদের বরাত দিয়ে খুলনায় কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে জানান, ‘নন্দীদা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকরা তাঁর সঙ্গে কথা কম বলার পরামর্শ দিয়েছেন।’
এদিকে গৌরাঙ্গ নন্দীর অসুস্থতার খবর পেয়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সদস্য সচিব মাহবুব আলম সোহাগ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক সময়ের খবরের সম্পাদক কাজী মোতাহার রহমান বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তাঁরা তাঁর চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।