মানিকগঞ্জে ইয়াবাসহ আটক ৫

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা, সিংজুরী ও বলতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ঘিওরের বলতলা এলাকার মো. আনজু মিয়া (৪০) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩০), কুস্তা এলাকার সোহেল মৃধা (৩০), সিংজুরী এলাকার রুবেল হোসেন (৩০) ও পাশের দৌলতপুর উপজেলার লাউতারা এলাকার হুমায়ুন কবির (২৫)।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই পাঁচজন সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা উপজেলা ও এর আশপাশের এলাকাগুলোতে ইয়াবা সরবরাহ ও ব্যবসা করছিলেন। এ কারণে সন্ধ্যা ৭টার দিকে কুস্তা এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ হুমায়ুনকে আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আরো ১৫০টি ইয়াবা বড়িসহ বাকি চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।