সীতাকুণ্ডে আলাদা সড়ক দুর্ঘটনায় পাকিস্তানিসহ নিহত দুই

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পাকিস্তানি নাগরিকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত তিনজন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহমিদ জানান, গতকাল রোববার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে কারের যাত্রী পাকিস্তানি নাগরিক জহিরুল হাসান খান (৫০) নিহত হন। এইসময় তাঁর সঙ্গে থাকা অপর পাকিস্তানি সালমান আরজুমসহ আরো দুজন আহত হন। নিহত জহিরুল হাসান খান সীতাকুণ্ডের কদম রসুল এলাকার সানম্যান টেক্সটাইলের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় ছোট দারোগারহাট এলাকা পার হওয়ার সময় প্রাইভেট কারটির চালক ঘুমিয়ে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা কারের যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পাকিস্তানি নাগরিক জহিরুল হাসান খানকে মৃত বলে ঘোষণা করেন।
অপর দিকে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় গতকাল রাত ১০টার দিকে রাস্তা পারাপারের সময় মোহাম্মদ এমরান (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত এমরান বারআউলিয়া এলাকার বাসিন্দা।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নজরুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (চট্ট মেট্টো চ ১১-১৩০০) দ্রুতগতিতে জোড়ামতল অতিক্রম করার সময় এমরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এমরান নিহত হন। মাইক্রো বাসটিকে আটক করা হলেও এর চালক পলাতক বলে জানান সার্জেন্ট।
চট্টগ্রামের সীতাকুণ্ডে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পাকিস্তানি নাগরিকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত তিনজন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহমিদ জানান, গতকাল রোববার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে কারের যাত্রী পাকিস্তানি নাগরিক জহিরুল হাসান খান (৫০) নিহত হন। এইসময় তাঁর সঙ্গে থাকা অপর পাকিস্তানি সালমান আরজুমসহ আরো দুজন আহত হন। নিহত জহিরুল হাসান খান সীতাকুণ্ডের কদম রসুল এলাকার সানম্যান টেক্সটাইলের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় ছোট দারোগারহাট এলাকা পার হওয়ার সময় প্রাইভেট কারটির চালক ঘুমিয়ে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা কারের যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পাকিস্তানি নাগরিক জহিরুল হাসান খানকে মৃত বলে ঘোষণা করেন।
অপর দিকে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় গতকাল রাত ১০টার দিকে রাস্তা পারাপারের সময় মোহাম্মদ এমরান (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত এমরান বারআউলিয়া এলাকার বাসিন্দা।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নজরুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (চট্ট মেট্টো চ ১১-১৩০০) দ্রুতগতিতে জোড়ামতল অতিক্রম করার সময় এমরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এমরান নিহত হন। মাইক্রো বাসটিকে আটক করা হলেও এর চালক পলাতক বলে জানান সার্জেন্ট।