শিশু ধর্ষণের অভিযোগে চবি ছাত্র গ্রেপ্তার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের (চবি) এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি পটিয়া উপজেলায়।
নির্যাতনের শিকার শিশুটির মায়ের বরাত দিয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর এলাকার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটিকে অপহরণ করে নিয়ে যান চবির ওই ছাত্র। সেখানেই শিশুটিকে ধর্ষণ করা হয় বলে তার মা অভিযোগ করেছেন। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
শিশুর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক বন্ধুর বাড়ি থেকে চবির ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
গ্রেপ্তারের পর ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন ওই ছাত্র। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।