রানার জামিন শুনানি করতে হাইকোর্টের অপারগতা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি র্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব.) এম এম রানার জামিন আবেদনের শুনানি করতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার জামিন আবেদনের শুনানি করতে অপারগতা প্রকাশ করেন।
আদালতে এম এম রানার পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল হোসেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ সাংবাদিকদের জানান, এম এম রানার জামিন আবেদন উপস্থাপন করলে বেঞ্চের একজন বিচারপতি তাঁর এ আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে উঠতে থাকে তাঁদের মরদেহ। ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডলে থানায় দুটি মামলা করেন।
গত ৮ এপ্রিল দুই মামলায় র্যাবের ২৫ জন সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ৩৫ জনের মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফুর রহমান, এম এম রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন রয়েছেন।
র্যাবের ২৫ জন অভিযুক্তের মধ্যে আটজন এখনো পলাতক। এ ছাড়া ভারতে কারাবন্দী নূর হোসেনকে সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।