জঙ্গিবাদের বিরুদ্ধে খুলনায় পতাকা মিছিল

জঙ্গি হামলার প্রতিবাদে এবং যড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার খুলনা মহানগর ও জেলা ১৪ দল পতাকা মিছিল ও সমাবেশ করে। ছবি : এনটিভি
রাজধানীর গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে এবং যড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবিতে খুলনা মহানগর ও জেলা ১৪ দল পতাকা মিছিল ও সমাবেশ করেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহীদ হাদিস পার্কে ১৪ দলের সমন্বয়ক সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরো বক্তব্য দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট রজব আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, অ্যাডভোকেট শিল্পী রহমান প্রমুখ।
সমাবেশ শেষে নগরীতে জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে যশোর রোডে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।