দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের একেবারে শেষে তিনি স্লোগান তুললেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’।
শুধু নিজে স্লোগান তুললেন না, সমাবেশে আগত সবাইকে একই স্লোগান পাঠ করালেন। আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বক্তব্যের একেবারে শেষ অংশে তিনি এ স্লোগান পাঠ করান।
তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই-বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলব, মন দিয়ে শুনবেন। তারপর দ্বিতীয়বার আবারও আমি বলব, তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি একি সাথে বলবেন।
এরপর স্লোগান তুলে তারেক রহমান বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ!’
তারপর তারেক রহমান আবারও বলেন, ‘প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ!’ সমাবেশে উপস্থিত সবাইও একসাথে এ স্লোগানে গলা মেলান।
স্লোগান শেষ হলে তারেক রহমান বলেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।