ঝালকাঠিতে বিএনপির কর্মসূচিতে বাধা

গুলশানের হোটেল আর্টিজানে জঙ্গিদের হামলায় নিহতদের স্মরণে ঝালকাঠিতে আয়োজিত বিএনপির শোকর্যালিতে বাধা দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোকর্যালি বের করার পর পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের ব্যারিকেডের মধ্যে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে জেলা বিএনপি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, তাজুল ইসলাম তাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, বাচ্চু হাসান খান ও সদর উপজেলার সভাপতি আজাদুর রহমান আজাদ।
বক্তারা শোকর্যালি করতে না দেওয়ার জন্য পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানান। এ ছাড়া গুলশান হত্যাকাণ্ডে দেশি-বিদেশি চক্রান্তকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার বলেন, ‘শহরের নিরাপত্তা বজায় রাখার জন্য শোকর্যালি করতে দেওয়া হয়নি। তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।’
গত ১ জুলাই গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ জন বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়। জিম্মিদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গিদের হামলায় দুই পুলিশ কনস্টেবল নিহত হন। নিহতদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি।