ভোলায় বিএনপির শোকর্যালি ও সমাবেশ

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে ভোলা জেলা বিএনপি শোকর্যালির আয়োজন করে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
বেলা সোয়া ১১টায় ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই শোকর্যালি বের হয়। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদের নেতৃত্বে বের হওয়া র্যালিটি শহরের মহাজনপট্টি, সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার ও চরবাজার হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ঢাকার গুলশানে ও শোলাকিয়ায় যে হামলা হয়েছে তা নিন্দনীয়। ওই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করা হয়। বক্তারা আরো বলেন, বিএনপি কোনো জঙ্গি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। সব সময় গণতন্ত্রে বিশ্বাসী।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, হুমায়ুন কবির সোপান, প্রচার সম্পাদক মো. বিশর হাওলাদার, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আখন, জেলা শ্রমিক দল সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাবেক যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, যুবদল আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আলামিন, সহসভাপতি মো. মনির হোসেন প্রমুখ।