মুক্তিযোদ্ধা বারী নিহতের ঘটনায় একজন গ্রেপ্তার
জামালপুরে রেলওয়ে পুলিশের (জিআরপি) নির্যাতনে মুক্তিযোদ্ধা আবদুল বারিক বারী নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আহমেদ জানান, আজ বুধবার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি টিকেট কালেক্টর (টিসি) আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার জামালপুর রেলস্টেশনে জিআরপি পুলিশের প্রহারে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য আব্দুল বারিক বারী মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে শাহ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জিআরপি থানার ওসি গৌরচন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব ও টিকেট কালেক্টর আনিসুর রহমানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।