নড়িয়া পৌরসভায় আ. লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপি হওয়ার কারণে আওয়ামী লীগ প্রার্থীর এবং মামলার তথ্য গোপন করায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট। মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ওই পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মারা যাওয়ায় মেয়রের পদ শূন্য হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজুল ইসলাম, বিএনপির সৈয়দ মনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসান ও মাহমুদুল হাসান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শহীদুল ইসলাম বাবু রাড়ি, মো. সাইদুজ্জামান ও আক্তার হোসেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। জনতা ব্যাংক, ঢাকার ফার্মগেট শাখায় ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ছাড়া মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন করার কারণে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ১৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
নড়িয়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ঋণখেলাপি নই। একজনের ঋণের জামিনদার ছিলাম। জামিনদার কখনো ঋণখেলাপি হতে পারে না। আমি প্রার্থিতা ফিরে পেতে আপিল করব।’
নড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আওয়ামী লীগের প্রার্থী ঋণখেলাপি। নির্বাচনী আইন অনুযায়ী তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।