ঘুমন্ত গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে তহুরা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাবার বাড়িতে ঘুমন্ত অবস্থায় তহুরাকে হত্যা করা হয়।
এ ঘটনায় তহুরার স্বামী মো. আকাশ হোসেনকে ধরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন।
তহুরার স্বামী আকাশের বাড়ি আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামে। তাঁর বাবা প্রয়াত রমজান গাজী।
তহুরার বাবা জবেদ আলী জানান, ছয় মাস আগে তহুরার সঙ্গে আকাশের বিয়ে হয়। ব্যক্তিগত জীবনে তহুরার আগের পক্ষের ১০ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। যৌতুকের দাবিতে বেশ কয়েক দিন ধরে আকাশ তাঁর মেয়ের ওপর নির্যাতন করত। এ কারণে গত বুধবার তহুরা স্বামীর বাড়ি থেকে মহাম্মদজমা গ্রামে চলে আসে।
বিষয়টি নিয়ে আগামী বুধবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়েকে গলা কেটে হত্যা করে জামাই পালিয়ে যায়। পরে তিওরবিলা গ্রামের লোকজন আকাশকে ধরে পুলিশের সোপর্দ করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আজ শুক্রবার সকাল ১০টায় নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।