খুলনায় আ. লীগের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে খুলনা সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় নগরীর পিকচার প্যালেস মোড়ে।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা শিল্প ও বণিক সমিতির প্রেসিডেন্ট কাজী আমিনুল হক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল রানা প্রমুখ।
সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান জঙ্গিবাদকে আশ্রয় দেওয়ার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরচক্রকে দায়ী করেন।