শেরপুরে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সারাদেশে জঙ্গি তৎপরতা, সন্ত্রাস, ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলার বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন।
এ ছাড়া বিকেলে শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও শ্রীবরদী শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। একইসঙ্গে শ্রীবরদী স্বেচ্ছাসেবক লীগও মানববন্ধন করে।
স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক ফেরদৌস আলীসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।