খুলনায় যুবলীগের প্রতিবাদ সমাবেশ

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মহানগর যুবলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর শহীদ হাদিস পার্কের সামনের সড়কে অনুষ্ঠিত এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপল।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগর, হাফেজ শামীম, হাফিজুর রহমান হাফিজ, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস প্রমুখ।
সমাবেশ প্রধান অতিথি মিজানুর রহমান মিজান জঙ্গিবাদের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানান।