খুলনায় উগ্রবাদবিরোধী সমাবেশ করবে বিএনপি

খুলনায় উগ্রবাদবিরোধী সমাবেশ ও র্যালি করবে মহানগর বিএনপি। আগামী ২৩ জুলাই (শনিবার) নগরীর শহীদ হাদিস পার্ক অথবা শহীদ মহারাজ চত্বরে অনুষ্ঠিত হবে এই সমাবেশ।
পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা, পেশাজীবী সংগঠনের নেতাদের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও মতবিনিময় করবেন বিএনপি নেতারা।
মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৯ জুলাই) এসব তথ্য জানানো হয়। দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়, দেশে উগ্রবাদী গোষ্ঠী তাদের অপতৎপরতা শুরু করলেও সরকার সে সময় তাদের মোকাবিলা না করে বরং বিএনপি নেতৃত্বাধীন জোটকে চরম সহিংসতায় দমন করেছে। পুলিশি হেফাজত থেকে জঙ্গি বাহিনীর সদস্য ছিনতাই হলেও পরে আর তাদের সন্ধান মেলেনি।
সভা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান নেওয়ার এবং ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়। বিএনপি ঘোষিত উগ্রবাদবিরোধী সমাবেশ ও র্যালি সফল করতে থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও গণসংযোগ করার আহ্বান জানানো হয়।
সভা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।
সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম মেঝো ভাই, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব কায়সার, শফিকুল আলম তুহিন, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মুজিবর রহমান, নিজাম উর রহমান লালু, এহতেশামুল হক শাওন, ইকবাল হোসেন খোকন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, হাসানুর রশিদ মিরাজ, একরামুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, এস এম কামাল হোসেন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, মুজিবর রহমান ফয়েজ, শমসের আলী মিন্টু, আবু সাঈদ শেখ, আফজাল হোসেন পিয়াস, ইমতিয়াজ আলম বাবু, শরিফুল আনাম, আব্দুর রহমান ডিনো, জাহিদ কামাল টিটো, মিজানুর রহমান খোকন, মোহাম্মদ আলী প্রমুখ।