চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও কদমতলী এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন অন্তত ১০ যাত্রী।
নিহত দুজন হলেন জুলফিকার আলী ও রেজাউল কবির।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহির জানান, শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের উদ্ধার করে। তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসের যাত্রী তানভির আরাফাত জানান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন জেসমিন নামের এক রিকশা আরোহী। এতে আহত হন জেসমিনের স্বামীসহ দুজন। তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।