ব্লগার ওয়াশিকুর হত্যা : পাঁচজনের বিচার শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/20/photo-1469002306.jpg)
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচার শুরু হলো।
আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জিয়াউর রহমান জিয়ার আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে উপস্থিত তিন আসামির আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।
এ মামলার আসামিরা হলেন জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. জুনায়েদ ওরফে তাহের ও হাসিব ওরফে আবদুল্লাহ। এর মধ্যে মো. জুনায়েত ওরফে তাহের ও হাসিব ওরফে আবদুল্লাহ পলাতক।
উপস্থিত আসামি তিনজনকে দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করা হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে ব্লগার বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। বাবুকে হত্যার পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে।
ওই সময় আবু তাহের পালিয়ে যায়। ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। আটকের সময় তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে নিহত ব্লগার ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।