গাজীপুরে বিপিএড পরীক্ষার দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শারীরিক শিক্ষা কলেজের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সারা দেশ থেকে আগত কয়েকশ বিপিএড শিক্ষার্থী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের ৩০টি বেসরকারি এবং ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ের বিপিএড কোর্স সম্পন্ন হয়েছে। ১১ মাস আগে তাঁদের ফরম পূরণ হয়েছে। তারপরও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিপিএড পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়নি। এ অবস্থায় সরকারি ও বেসরকারি বিপিএড শিক্ষার্থীরা দিশেহারা। এ অবস্থা চলতে থাকলে ওই শিক্ষার্থীদের প্রত্যেকের সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাবে। ফলে তাঁরা পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছেন।
কর্মসূচিতে বিপিএড পরীক্ষার্থী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অরূপ কুমার বৈদ্য, আহসান হাবিব, সাইফুল্লাহ সাইফ, মিজানুর রহমান, হায়াৎ আলী, জাহেদ হোসেন, আবু মালেক প্রমুখ।
পরে বিপিএড শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে কথা বলেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-রেজিস্ট্রার শাহ আলম ঢালী শিক্ষার্থীদের জানান, এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিন এবং এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।