মোংলা বন্দরে মানি রিসিট কেটেও শিডিউল মেলেনি

মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি নৌযানের যন্ত্রাংশ সরবরাহ এবং মেরামত কাজে অংশগ্রহণে আগ্রহী ঠিকাদারদের শিডিউল (দরপত্র) না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিডিউল কিনতে ইচ্ছুক ঠিকাদাররা মানি রিসিট কেটেও শিডিউল না পেয়ে দায়িত্বে নিয়োজিত উপপ্রধান প্রকৌশলী (নৌ) মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে অভিযোগ করেছেন।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর মেসার্স রেহেনা এন্টারপ্রাইজের মালিক মো. আবদুস ছালামের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, বন্দর কর্তৃপক্ষের ঊষা জাহাজের ইঞ্জিন মেরামত ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের জন্য গত ১৯ জুলাই মানি রিসিট (এক হাজার ৫০০ টাকা) কেটে সাতজন ঠিকাদার দুপুর ২টায় উপপ্রধান প্রকৌশলী (নৌ) মো. শরীফুল ইসলামের কাছে গেলে তিনি বিকেল ৪টায় আসতে বলেন। তাঁর কথা মতো ঠিকাদাররা বিকেলে ওই দপ্তরে গেলে শিডিউল তৈরি হয়নি বলে পরের দিন ২০ জুলাই সকালে আসতে বলেন। পরের দিন সকালে ঠিকাদাররা তাঁর কাছে গেলে তিনি শিডিউল না দিয়ে অসৌজন্যমূলক আচরণ এবং নানা রকম হুমকি-ধমকি দেন।
ঠিকাদাররা অভিযোগ করে বলেন, ‘উপপ্রধান প্রকৌশলী তাঁর পছন্দের লোককে কাজ দেওয়ার জন্য আমাদের কৌশল করে শিডিউল দেননি।’
এ বিষয়ে প্রকৌশলী মো. শরীফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে তাঁর কথা বলার জন্য কর্তৃপক্ষের অনুমতি নেই।
তবে এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও প্রধান প্রকৌশলী (নৌ) মো. আলতাফ হোসেন বলেন, উপপ্রধান প্রকৌশলী (নৌ) মো. শরীফুল ইসলাম যদি কাউকে শিডিউল না দিয়ে থাকেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। যারা শিডিউল নিতে আগ্রহী তাদের সবাইকেই শিডিউল দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। কেউ সেটা ভঙ্গ করলে দায় দায়িত্ব তাঁর ওপরই পড়বে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।