খুলনায় বাঘের হাড়সহ আটক ২

খুলনায় বাঘের হাড়সহ দুই ব্যক্তিকে আট করে পুলিশ। ছবি : এনটিভি
রয়েল বেঙ্গল টাইগারের ১৫টি হাড়সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ বৃহস্পতিবার খুলনায় র্যাব ৬-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলন জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ওই দুই ব্যক্তিকে আট করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন, কয়রা উপজেলার ভাগরা গ্রামের বাসিন্দা গোলাম রসুল (৪৫), বেতবুনিয়ার পাইকগাছার বাসিন্দা খলিল (৩২)।
সংবাদ সম্মেলনে র্যাব ৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, খুলনা জেলার পাইকগাছা উপজেলা বেতবুনিয়া ফেরিঘাট হতে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জানান, সুন্দবনের বাঘ শিকার এবং হত্যা করে বাঘের চামড়া ও হাড় গোপন জায়গায় রেখে বিক্রি করেন তাঁরা।
রফিকুল ইসলাম জানান, ১৫টি হাড়ের ওজন প্রায় তিন কেজির মতো।