ফখরুলের জামিন, আরো ৩ মামলায় কেন নয়, রুল

ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
একই সঙ্গে আরো তিনটি মামলায় বিএনপি নেতাকে কেন জামিন দেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত।
মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভাকেট জয়নাল আবেদিন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
এ বিষয়ে অ্যাডভোকেট জয়নাল আবেদিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা চারটি মামলায় জামিন আবেদন করেছিলাম। আদালত পল্টন থানায় করা একটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন। বাকি তিনটি মামলায় জামিন কেন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন।’
এর আগে গত ৪ জানুয়ারি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি।
এ ছাড়া জানুয়ারি মাসেই পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি এবং মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়।