চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৬

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে বাস দুটি দুমড়েমুচড়ে যায়। ছবি : এনটিভি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে -কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা শাহ আমিন ও স্থানীয় অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে তিন বাসযাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পুলিশ আহত অন্তত ২৩ যাত্রীকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।