তারেক রহমানের রায় কার্যকর করার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ-মিছিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে শহরের শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমরোজ জুলফিকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।