বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম শহীদ আলী ইলিয়াস ফনি (৩০)। তিনি স্থানীয় একজন গরু ব্যবসায়ী।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন-২৩-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় বিএসএফের আংরাইল ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গেই মারা যান শহীদ। তবে তাঁর সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা পালিয়ে যেতে সমর্থ হন।
পরে বিএসএফ সদস্যরা শহীদের লাশ ইছামতী নদীতে ফেলে দেন। আজ সকালে বাংলাদেশ পুলিশের সদস্যরা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান।