পদ্মায় শিমুলিয়া-কাওরাকান্দি রুটে পাঁচ ফেরি চলাচল বন্ধ

পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে পাঁচটি ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরগুলো হলো—রো-রো ফেরি রুহুল আমিন, ডাম্প ফেরি রানীক্ষেত, রামশ্রী, রায়পুরা ও ফেরি কর্ণফুলী।
গতকাল শুক্রবার রাত ১১টা থেকে এসব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত এ রুটে ওই ফেরিগুলোর চলাচল বন্ধ ছিল।
ফেরিগুলোর চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক আবদুল আলীম। তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে রো-রো ফেরি শাহ আলীর ইঞ্জিনে আগুন লেগে যায়। স্রোতে ভেসে আসা গাছের গুঁড়ির সঙ্গে থাকা শিকড় ফেরিটির পাখায় জড়িয়ে গেলে ইঞ্জিনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ফেরি কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর পর থেকে ওই রুটে ওই ফেরিগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ও কাওরাকান্দির উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকে পড়েছে।