শিমুলিয়া-কাওরাকান্দিতে নৌ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া ও পদ্মা উত্তাল থাকায় আজ সোমবার বিকেলে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ছবি : এনটিভি
বৈরী আবহাওয়া ও পদ্মা উত্তাল থাকায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আবহাওয়া অনুকূল না থাকায় লঞ্চ, সিবোট ও ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুল আলিম জানান, সকালে আবহাওয়া খারাপ থাকলেও বিকেল ৪টার পর পদ্মায় উত্তাল হয়ে যায়। প্রচণ্ড বাতাস আর ঢেউয়ের কারণে চলাচল বিঘ্নিত হওয়ায় ফেরি বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আরো জনান, ফেরিসহ এ পথের অন্যান্য নৌযানও বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল শুরু হবে।
এদিকে পারাপারের অপেক্ষায় শিমুলিয়া প্রান্তে ৪০ থেকে ৫০টি ছোটবড় গাড়িসহ ট্রাক রয়েছে।