অপরাধী কিশোর-কিশোরীরা পরিবারের সঙ্গে কথা বলবে

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্রের বসবাসকারীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা এখন থেকে নিয়মিত কথা বলতে পারবে। আজ শনিবার স্কাইপের মাধ্যমে কথা বলার এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সকালে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ ছাড়া টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র এবং যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অপরাধের সঙ্গে জড়িত শিশু, কিশোর, কিশোরীদের বাবা-মার সঙ্গে কথা বলার মাধ্যমে মনোসামাজিক উন্নয়ন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নূরুল কবির প্রমুখ।