কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/23/photo-1469275496.jpg)
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের করাদণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে পোস্ট অফিসপাড়ায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিক্ষোভ শেষে জাহাজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান।
বক্তারা বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই বর্তমান সরকার চক্রান্তমূলক রায় প্রদান করেছে। আমরা এ রায়ের প্রতিবাদ জানাই।
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।