খুলনায় বিএনসিসির উদ্যোগে জঙ্গিবাদবিরোধী র্যালি

বেলুন উড়িয়ে বিএনসিসির জঙ্গিবাদবিরোধী র্যালির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান। ছবি : এনটিভি
জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ছাত্র ও যুবসমাজকে বিরত রাখতে খুলনায় র্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পসের (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই র্যালিটি শুরু হয়। সেটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সাংসদ আলহাজ মিজানুর রহমান মিজান। র্যালিতে উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মুরাদ, মেজর আমানউল্লাহ খান, কমান্ডার আনিসুর রহমান সিদ্দিকী,মেজর খালেদা আকতার।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সামরিক প্রশিক্ষক ও বেসামরিক কর্মচারী এবং বিএনসিসির সেনা ও নৌশাখার ক্যাডেটরা অংশ নেয়।