খুলনায় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে খুলনায় জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে খুলনা কেডিঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহসভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আমীর এজাজ খান, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, আলী হোসেন বাবু, মোল্লা শেখ আবুল কাশেম।
শফিকুল আলম মনা বলেন, বিনা ভোটে নির্বাচিত এই সরকার বিরোধী দলকে দমন করে তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছে। নিম্ন আদালতের বিচারক বিদেশ থেকে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি নিরপেক্ষভাবে রায় দিয়েছেন।
বিএনপির এই নেতা আরো বলেন, নিরপেক্ষ রায় দেওয়ার জন্য সেই বিচারককে বিদেশ পাড়ি দিতে বাধ্য করা হয়েছিল। এবার আইনমন্ত্রী প্রভাব বিস্তার করে তারেক রহমানের বিরুদ্ধে এই রায় ঘোষণা করিয়েছেন।
সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল করে নেতাকর্মীরা এই সমাবেশে যোগদান করে।
সমাবেশের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা থাকলেও সমাবেশ শেষে কোনো মিছিল হয়নি। বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা জানান, পুলিশ অনুমতি না দেওয়ায় তাঁরা মিছিল করতে পারেননি।
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।