‘জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্তকারীরাই ইতিহাসের আস্তাকুড়ে যাবে’

এ দেশের জনগণ বিএনপির সঙ্গে রয়েছে। জনগণের রায়ে বিএনপিই আগামীতে দেশকে চলমান সংকট থেকে মুক্ত করবে এবং সম্মিলিত অভ্যুত্থানে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
আজ শনিবার বিকেল ৪টায় খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমানকে হত্যার পর তার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দলকে ধ্বংস করতে দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
বিএনপির এই নেতা আরো বলেন, তাদের নীলনকশায় নিম্ন আদালতে খালাস পাওয়ার পর দুদকের আপিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ অনির্বাচিত সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চায় এবং শীর্ষ নেতাদের নির্বাচনে অযোগ্য করতে মরিয়া হয়ে উঠেছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই। বক্তব্য দেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, মরি কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, শের আলম সান্টু, অ্যাডভোকট এস আর ফারুক, সৈয়দা রেহানা ঈসা, আজিজুল হাসান দুলু, এস এম কামাল হোসেন।
মুষলধারে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ওয়ার্ড, থানা, ইউনিয়ন এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে যোগ দেয়।