স্কুলের চাল বিদ্যুৎতায়িত, প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে শ্রীপুর উপজেলায় একটি বিদ্যালয়ের বিদ্যুৎতায়িত চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার গাজীপুর গ্রামের সোহেল রানা (৩৫) এবং তাঁর ছেলে গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র মারুফ (৯)। সোহেল রানা স্থানীয় হেকমত আলীর ছেলে।
গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান এবং শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান জানান, গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা আজ দুপুরে স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় বল টিনের তৈরি ওই স্কুলের চালে গিয়ে পড়ে। বল আনতে মারুফ চালের উপর উঠে। এ সময় সে সেখানে বিদ্যুৎতায়িত চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে।
খবর পেয়ে ছেলেকে উদ্ধার করতে বাবা সোহেল রানা স্কুলে ছুটে আসেন। চালের ওপর উঠলে তিনিও সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এসআই খন্দকার আমিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটেছে।
স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় পাশের সাইফুল মিয়ার রাইচ মিল থেকে বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগের কারণে এ ঘটনা ঘটেছে।